তবুও কিছু কিছু ভালোবাসার দিকে তাকিয়ে থাকি
যদিও উদয়ের পর অস্ত থেমে থাকে না
তবুও গতবুদ্ধি রাংতার কাজলের কথা ভাবি...
মহাসমুদ্রের অলৌকিক বিভাজনের কথা ভাবি!!


শুরু যেভাবে মুদ্রিত হয়, শেষও যদি সেভাবে মুদ্রিত
হতো?
তাহলে কি পাহাড়ের দীর্ঘশ্বাস যুবতী রমণী হতো?
মৌণতার হাত ধরে ধীরে ধীরে ভালোবাসা হারিয়ে যেতো?
তবুও আমি প্রণয়িনীর কথা ভাবি.......
বালির সাথে সংগমরত সামুদ্রিক শামুকের কথা ভাবি!


এপাশে যখন সকাল হাঁটে, ওপাশে তখন  বাড়ে সন্ধ্যা
বাড়ুক... .বাড়তে থাকুক ইচ্ছেনদীর মতো
তবুও ঝিনুকের মতো আমি বালিয়াড়িতে ভয় পাই কতো?


আলোগোছে তুলে আনি  ভালোবাসার সকল কাঁটা
তবুও চোখ না তুলেই বুঝতে পারি
শব্দহীন পাহাড়ের মতো,
বাচাল সমুদ্রের মতো, খরাক্রান্ত' ভুখা ভুমির মতো
আমার আজন্ম ভালোবাসার জমিটাও  ফাটাফাটা....!!