এই তো সেদিনও তুমি ছিলে আমার গল্পের নায়ক,
আমার কবিতার উচ্ছল নায়িকা...
আমার শব্দ মাধুরীর পাথর পাঠক.. আর আজ সেই
তুমিই কিনা মঞ্চ থেকে আমাকে ছুঁড়ে ফেলা নাটিকা!


অথচ একদিন এই তুমিই ছিলে সমস্ত নিশিদিন
সংগ্রামে, সংগমে চপল ঝর্নাধারা, পলকে পলকে
অপলক; কষ্টি পাথরে যাচাইকৃত কাঁচাসোনা;
আজ মনে হচ্ছে এ সবকিছুই ছিলো তুচ্ছ মাকড়সার
জালে বোনা!


তবুও আমি রেললাইন ধরে হাঁটছি ...
কোনোদিন হয়ত পেয়েও যেতে পারি পোয়াতি মেঘ,
মনে রেখো সেদিন আমিও কম যাবো না..
দু'হাত ভরে জাগ দেবো মনের সমুদ্রে লুকিয়ে থাকা
সমস্ত আবেগ!!