আবারও সেই পুরনো রোগ... একই কাসুন্দি
দিনের উপর দিন
রাতের উপর রাত;
কাঁচা পাটের আঁটি জাগ দেওয়ার মতোন করে
এরাও একটার উপর আরেকটা থাকে পড়ে!


বরুণের দোকানে যেমন চায়ের কাপের উপর কাপ
ওড়ে, ধোঁয়ার উপর ধোঁয়া হাঁটে
তেলাপোকা জীবনও তেমনি বৃত্তাকারে ঘুরে;
নতুন বৃক্ষ যেমন পুরাতন হয়
পুরাতন হতে হতে একদিন খুঁজে নেয় বানপ্রস্থ
তেমন  করে দিন শেষে সৌদামিনী সূর্য সেও
অস্ত যায় অস্ত...!!


পেছনে পড়ে থাকে কেবল কিছু কলের গান
কিছু কিছু মান
কিছু কিছু অভিমান
তবুও সবাই সজ্ঞানে আগত দিনের আঞ্জাম দেয়
তবুও বেনারসি শাড়ি কিনে মাটির পুতুল সাজায়!


এতোকিছুর পরে যা হয়
কিছু নগদ, কিছু বাকি আর কিছু ফাঁকি
সবাই সবকিছু পারে
কেবল
কেউ উপদ্রুত উপকূল ছাপিয়ে যেতে পারে না!!