আজকাল উড়ু ছাইয়ের মতো কথারাও উড়ে
এসব দেখে কবি উড়ুক্কু পাখির নাম ভুলে যায়
যে ছবিতে ছিলো মোনালিসার মতো ভাষা.
কবি ভাবে, আমি এখন সে ছবি কোথায় পাই?


যেদিন গুলো পঁচাবাসি হয়েছে, হালের বলদের
মতো,
এমনি করে শব্দেরাও কবিতায় পঁচে শতে শতো
তবুও কবির চোখে ফাগুনের যেনো কমতি নেই,
কবি ভাবে... সত্যে আর সুন্দরে যে ফিরবে
মানুষের প্রাণের কবি বুঝিবা সেই....!!


উড়ু ছাই,  কবি তাই
ভাসামেঘের যাওয়া-আসার মতো বারবার ভুলে যায়!