এই তল্লাটে রাতকানাদের কথা সবাই হয়ত শুনেছি,
দিনকানাদের কথা শুনেছে কয়জন?
উত্তর বসন্তের যে অনাগত ঘ্রাণে.. আজকাল বালক
বালুচরে  গড়ে উঠছে নতুন নতুন নাবালক  সভ্যতা,
সেখানে একদিন যে ওম.. পাখির পালকে দানা বেঁধে বেঁচে গিয়েছিলো, সে এখন কোথায়.....?


সমুদ্রের কাছাকাছি গেলেই কয়জনের মন সমুদ্রের মতো বড়ো হয়?
সজনে গাছে বড়োজোর টুনটুনি বাসা বাঁধে, ঈগল নয়!
তবুও যেজন নোঙর ফেলে বসে থাকে সমস্ত রাত
চারপাশে কৃষ্ণগহ্বর তিতো হয়, তারও কি হয় না প্রভাত?


এখনো দল বেঁধে ছল করে যতোসব অনিবন্ধিত দিন
ভুক্তভোগী ছাড়া কে বুঝে ঋণাত্বক হৃদয়ের  বীণ ?
তবুও কেউ কেউ না-হক বাড়িয়ে নেয় এ প্রজন্মের ঋণ!


নিরাপদ দুরত্বে দাঁড়িয়ে তামাশা দেখতে কে না ভালোবাসে?
একদিন রাতকানাদের দখলে ছিলো সমস্ত বাহির দুয়ার
এখন দিনকানারাও উত্তর বসন্তের সমান অংশীদার!!
---