কে জানে না বেশি পাকা ফল গাছে থাকে না,
আবার বেশি পাকাতে পাকাতে রশিও ছিঁড়ে যায়;
ভালোবাসারো বুঝি এমনি করে উদয়-অস্ত হয়,
যতো বেশি উপরে উঠে অথবা যতো বেশি গভীরে নামে
অক্সিজেনের অভাব ততো বেশি পরিমাণে অনুভূত হয়!


তবুও ভালোবাসাহীন জীবন কেউ ভাবে না,
আমিও না;
পারিজাত বৃক্ষের ফুল কে না চায়?
জলের গভীরে যেমন মাছ আছে, ঝিনুক আছে,
শামুক আছে
তেমনি জলজ সাপও আছে; ভালোবাসতে বাসতে
কেউ কেউ যেমন সাধু- সন্ন্যাসী, দরবেশ হয়,
তেমনি কেউ কেউ আবার অসুরও হয়-------!!