তোমার সাথে আমার কতো যোজনী বিভেদ?
বড়োজোর চোখ থেকে চোখের ভ্রু.......
তবুও কালশিটে গুলো আমায় টিপ্পনী কাটতে ছাড়ে না!
আচ্ছা বলো তো দেখি,
                নয়ন থেকে কতোদুর নয়নের পাতা?

যদিও
আজকাল আর কেউ আমাকে  ভ্রুকুটি করে না
নয়নের কাজলের মতো অপাংক্তেয় পড়ে থাকে তোমার জানের দুশমন,
                          আমার প্রিয় কবিতার খাতা  !


আমি জানি, পাখি আর পাখির শিস কোনোদিন এক নয়
বলতে পারো, পৃথক ই বা আর কতোটুকু?
বালিশ থেকে বিছানার দুরত্ব এর থেকে কতোটা বেশি?


জানো, আজকাল গলা সাধা একপ্রকার ছেড়েই দিয়েছি
অনেকদিন কোনো গানের পাখি দেখি না
তবুও

মু
দ্রে

সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে
               আমি আজও  তোমাকে ভালোবাসি!!