গতকাল দ্বিতীয় বারের মতো আরেকটি গাঁজাখুরি
রাত মুদ্রিত হওয়ার কথা ছিলো
সে কিনে নেওয়ার প্রস্তাবনা দিয়েছিলো নগদ মূল্যমান
আমার সমস্ত রাতের সমস্ত গোলাভরা ধান
হৃদয়ের একপাশে অযত্ন পড়ে থাকা তানপুরার তান!


আমিও বিক্রি করতে মুখিয়ে ছিলাম এই কাজল রাত
মনে মনে চাইছিলাম এমনি করেই ভোর হোক
অব্যক্ত কিছু ধন্যাত্মক কথারা আকাশে উড়ুক
সালামী হিসাবে আমাকে দেওয়া হয়েছিলো---------
আমারই হৃদয়ের কিছু ছবি
ছবি থেকে জন্ম নেয়া প্রতিচ্ছবি
তবুও একটিবারের জন্যও মনে হয়নি আমি যে এক ভালোবাসার কবি!
                          


আমিও কম না,
চোরের মতো নিরবে-নিপুণে সেলাই করছিলাম
এই চিরবিরহের রাত
তবুও একটা সময় ভেসে এলো উষার করাঘাত!