ভাবছি রুপকের মোড়কে একটা অস্পৃশ্য কবিতা লিখবো
যে কবিতার কোনো লিংগ নেই
না পুংলিঙ্গ
না স্ত্রীলিঙ্গ
এমন কী সর্বজন শ্রদ্ধেয় উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ উনারাও!


যে কথা বিশ্বাস করি, সেকথা লিখবো না
যে কথা বিশ্বাস করি না, সেকথা লিখবো!


ইচ্ছেঘুড়ি মৃতসাগর থেকে কিছু মাছ ধরে আনবো
কেটেকুটে জলে ভাসাবো
কিছু ভালো মানুষ হাসাবো
মৃত মরুভূমিতে অশীতিপর পালের জাহাজ সদর্পে চালাবো!


অতঃপর মৃতদের কানকথা কাঁহাতক ভুলে যাবো
জীবন্ত ছারপোকাদের কান ধরে ধরে পোস্টমর্টেম করবো
পাতিহাঁসের গোয়ালঘর সব তেলাপোকা দিয়ে ভরবো!


তবুও রুপকের মোড়কে একটা কবিতা প্রসব করবো
তবুও আহত উইপোকার জবানবন্দিতে বিশুদ্ধ স্বপ্ন দেখবো!!