মাত্র একটি কবিতা লিখতে বসেছি উদয়াস্ত....
পরাজিত কিছু শব্দাংশ বারবার জাবর কাটছে
আরশি বাবার মতো মেরুদণ্ডহীন  টিচার হবে
নাকি আঁকিয়ে হবে সেই নকশা আঁকছে!


হতে পারে এটা নকশা অথবা নীলনকশা  
এসব গুরু, লঘু কিংবা গুরুচণ্ডালী নিয়ে আর ভাবি না
আমি জানি,
সামনের সারি আর পেছনের সারি বলতে এখন
তেমন কিছুই নেই; দিনশেষে যার পাতে ভাত আছে,
ভাত থাকবে. বিশ্ববিজয়ী বীর তো সেই...!!


এইসব ক্রিটিকাল ভাবনাগুলো  রিভিউ করার পর...
কবিতা লেখার আদিম ইচ্ছেটা এখন আর নেই,
রেডজোন, ইয়েলোজোন কিংবা গ্রীনজোন নামেই
কেবল; আসলে যেমনটি ছিলো, এখনো আছে সেই!!