আজকে আর দুঃখ কে বেঁধে রাখিনি নাভিমূল
নোঙর খুলে পাল উড়িয়ে ছেড়ে দিয়েছি বিলকুল
যেদিক খুশি যা.. ঘাস, লতাপাতা, লালসুতা, নীলসুতা
যেখানে যা পাস, তাই কুড়িয়ে কুড়িয়ে খা!


কে জানে না.. আমি চিরকালই দুঃখের নাগর
খালি হাতে পাড়ি দিয়ে এসেছি জীবন সাগর!
যেই পাথরের---যেই সাগরের আমি চক্ষুশূল
সেই পাথরের আজানুলম্বিত শিং আছে,
সেই সাগরের আছে বিষ পিঁপড়ের মতো হুল
এতোদিন পরে বুঝলাম জীবনের আটআনা কাটা চুল
আর অবশিষ্ট আটআনা কেবলই ভুল আর ভুল!


যে আমি হাসতে হাসতে কাঁদতে পারি
যে আমি কাঁদতে কাঁদতে হাসতে পারি
সেই আমার আবার কিসের দুখ...?
তবুও কিছু কথার খোঁচা হতে চায় সাক্ষাৎ  চাবুক!!