‘এক ঝাঁক সাদা বক’ কবি সংহিতার এক টুকরো চিরন্তন অনুভূতি। কিছু বিষয় কেবল উপলব্ধিতে অর্থ পায়, প্রকাশে তার অসম্পূর্ণতা থেকে যায়। সন্ধ্যায় সারি সারি সাদা বকের নীড়ে ফেরা, তাদের প্রতিদিনের জীবিকার অনুসন্ধান অন্য প্রাণিদের মতোই সাধারণ। কিন্তু তাদের আসা-যাওয়ায় আকাশপথে যে অনিন্দ্য আবহের সৃষ্টি হয়- এখানেই তার জীবনানুভূতির অসাধারণ প্রকাশ। এ প্রকাশই জীবনকে আরেক জীবন থেকে বৈশিষ্ট্যপূর্ণ করে তোলে। মূলে সব জীবনের একই তরঙ্গ। কবি সংহিতার ভাষায়-
               ‘...আজকের মতো...উড়ে যায়...ওরা আসে আসে যায় এই ঠিকানায়।’