প্রিয়া আমার ভাঙা ঘরের ঘাসের উপর স্বপ্ন দেখে
ভাঙা সিঁড়ি- দালানকোঠা ভাগ্যে আছে!
দোষ তাতে নেই, খোলা মাঠের পাখি হবো
পরস্পরের ভালোবাসার রাখি হবো।


অবাক হবো দুজন দুজন চোখের তারায়
সন্ধ্যে-সকাল সাগর হবো ক্লান্তিনাশের
ধ্রুবতারায় উঠবে জেগে স্মৃতির পাতা
তখন আমার উদাস প্রহর হারিয়ে যাবে।


কালো রাতের আঁধার চিরে বজ্র নামে
তখন দুজন নিদাঘকালের বন্ধু হবো।


বিত্ত মাঝে চিত্ত যদি বন্দি পাখি
কোথায় তুমি কোথায় আমি- সুদূর ফারাক।
  
তাইতো তুমি ভালোবাসার দখিন-দুয়ার
রোমন্থনে পিয়াস হৃদয় তৃপ্ত হবে।