শহিদমিনার
তুমি শুধু নও
একটি দিনের স্মরণিকা
তুমি শুধু নও
কঠিন-কঠোর কংক্রিটের স্তম্ভ
তুমি সমুজ্জ্বল, তুমি ভাস্বর সারা বিশ্বে
তুমি ভাষার অমর সাক্ষী।


তুমি শুধু নও
একটি দিনের পুষ্পাঞ্জলি বেদি,
তুমি শুধু নও
ধারক শহিদ স্মৃতির
তুমি বাংলাদেশের জাগরণের বলিষ্ঠ আদিমূল;
জীবনমূল্যে গড়েছে তোমায় সত্য-ন্যায়ের পটে
বাংলা ভাষার পুনর্জন্মদাতা;
সালাম, রফিক, বরকত আরও অনেকে-
নাম না-জানা আরও- ওরা সময়ের ফোটা ফুল।


শহিদমিনার নির্ভীক তাই তুমি,
যত অনিয়ম মাথানত করে তোমার পাদদেশে
সচেতনতার উত্তাল ঊর্মিমালায় মহাসমুদ্রে মিশে
দুঃসাহসে কঠিন প্রাচীর ভেঙে
অত্যাচারীর উদ্ধৃতি দিলে পিষে।


অমর একুশে,
সেতো নয় শুধু
শহিদের তাজা রক্ত, তাজা প্রাণ;
সেতো নয় শুধু দুখজাগানিয়া সমবেতকন্ঠের গান।


তাই যদি হয়?
ভেঙে ফেলো এ মিনার
এ কেবল কংক্রিটের স্তম্ভ
ভেঙে ফেলো সব উদ্যাপনের বিপুল আয়োজন।


অমর একুশে,
তোল রক্তে রক্তে স্নায়ুতন্ত্রে আলোড়ন
প্রতি কোষে দাও আগুন উত্তেজনা
পেশিতে পড়ুক টান;
প্রতি হৃদয়ে নির্মাণ করি শাশ্বত এক মিনার
কার সাধ্যি ভেঙে তা গুড়িয়ে দেয়!


অমর একুশে,
তুমি কেবলই সাহস নও- এর চেয়ে বেশি কিছু
তুমি সব মানুষের নবচেতনায় এসো,
চোখের জলের শোকের বরফ গলিয়ে-
রক্তখেকো বাদুড়েরা আজ রক্তশূন্যতায়
মরুক সবাই তড়পিয়ে তড়পিয়ে।


তুমি আছ বলেই-
বিশ্বের যে প্রান্তে থাকি না কেন
জাগিয়ে দেবো- কাঁপিয়ে দেবো বিশ্বকে নিমেষেই
জাগ্রত তুমি শহিদমিনার,
চিরগৌরবে মাথা তুলে দাঁড়াবেই।