সময়ের দরজায় এত কড়া নাড়ি
নিরুত্তর প্রেয়সী মরণজ্বালায়;
হৃদয়ের ফুল কবে সময়ের বিষে
পতিত অতীত হবে- ব্যথার মালায়।


তপ্ত রক্ত-স্নায়ু চাইছে পীড়ন
রমণে শুষছে তরু সূর্য কিরণ
অপেক্ষা বিষফলা- চূর্ণ এ বুক
প্রাণনাশী কীট খায় ভিতরের সুখ।