======================


জানতে চাইবো না,
তুমি কেমন আছো।


জানতে চাইবো না,
তুমি কি এখনো আগের মতো,
নিস্পলক আকাশের দিকে তাকিয়ে থেকে
ভাবনার রাজ্যে হারিয়ে যাও।
কোথায় ছুটে চলে সেই বৈতরণী নাও?
কি ভাবো এতো?
ওই সুনীল শুন্যতায় কার ছবি খোঁজো ?


সাদা মেঘের ভেলা,
অবিরাম যেখানে চলে ভাঙ্গা গড়ার খেলা।
কত সে জটিল কারুকাজ, চক্ররেখা
কত নকশা, মরীচিকা, দুর্বোধ্য ধাঁধা
কি তার সযত্ন লুকানো ঐশ্বর্য?
কি আছে তাতে লেখা ?
এতো নিবিষ্ট একনিষ্ঠ আরাধনা
তবু হয় না পড়া
ভাষা হীন চোখে শুধু তাকিয়ে থাকা ।


তুমিও জানতে চেয়ো না
আজ কেনো আমিও আকাশ দেখি।
নিষ্পলক থাকি।
ভাবনার রাজ্যে ছুটে চলে ইচ্ছে তরী
স্মৃতির ফেরিওয়ালা
ফেরি করে ফেলে যাওয়া স্মৃতি।


===============================