==========================


আমি নুন দিয়ে ভাত খাই,
কখনো কখনো, আলু পিয়াজ আর কাঁচা মরিচ পেলে
আর কোনো কথা নাই।
আমি বৃষ্টিতে ভিজি, রোদে পুড়ি
বন্যার পানিতে সাঁতরাই।
শীতের রাতে ঠক ঠক, ঠাণ্ডা বাতাস
ছেঁড়া কাঁথায় খুঁজি ঠাঁই।
আমার ছিন্ন বসন, ছিঁড়ে গেলে তবে
নতুন কাপড় খুঁজি।
নিঃস্ব আমি, তবু যদি আসো
বুকেতে জড়ায়ে রাখি।
আমি পাঠশালায় যাই নাই,
তবু রাজা উজির মারি।
ভাত ঘুমের পরে বিকেল বেলায়
চায়ের কাপে ঝড় তুলি।
তবুও আমি আমার
এ দেশটাকে বড় ভালোবাসি।
তোমাদের মতো মা'কে বেঁচে
কি করে মহল গড়ি?


নগণ্য আমি, ভেতো বাঙালি
আর কিছু না পারি,
বুকের রক্তে মায়ের ঋণ
বার বার শোধ দিতে রাজি।
===========================