================================


শান্ত নীল আকাশে যখন প্রদীপ্ত সূর্য হাসে
জোছনা রাতে যখন কবির স্বপ্নালু চোখে ছন্দ ভাসে
মুক্ত আকাশে যখন পত পত করে পতাকা উড়ে
দামাল ছেলেরা যখন মনের আনন্দে গায়ে কাদা মাখে
তোমাকে তখন মনে পড়ে না চে।
তুমি তখন আকাশ গঙ্গা পেরিয়ে কোন অচেনা মহাকাশে
স্তিমিত নিষ্প্রভ চূর্ণ তারার মেলার অগ্নিগর্ভে।


না, তুমি কখনো হারিয়ে যাওনি
তোমাকে আমরা কখনো ভুলে যাইনি
চে কে ভুলা যায় না।


শ্বাপদের জ্বলন্ত চোখ যখন চোখ রাঙায়
তখন চে এর কথা মনে পড়ে যায়।


বন্দুকের ক্ষুধার্ত নল যখন ভয় দেখায়
তখন চে এর কথা মনে পড়ে যায়।


ফাঁসির স্তম্ভের ঝুলন্ত রশি যখন উপহাস করে
তখন চে এর কথা মনে পড়ে যায়।


চে তুমি মৃত্যুর বিভীষিকাময় অন্ধকারে জ্বলন্ত শিখা
চে তুমি অসীম সাহসে প্রতিবাদ করার অবিরাম প্রেরণা
চে তুমি হাজার মৃত্যুর চেয়ে বীরের মতো একবার মৃত্যুর অবিনশ্বর চেতনা
চে তুমি, স্বাধীনতা।


========================


***  প্রিয় কবি অবিরুদ্ধ মাহমুদ এর কবিতা 'তুমি ফিরে এসো চে'  এবং প্রিয় কবি অসিত কুমার রায় (রক্তিম) এর 'ফসলের দিন' কবিতার চরণে