==================================
ইচ্ছে করে,
ছুঁয়ে দেখি ভালোবাসা।
তপ্ত দুপুরে,
কোনো এক যাদুর কাঠির স্পর্শে,
যদি দেখা যেত কুয়াশা।
কিংবা,
ঘাসের রং যদি হতো নীল,
আকাশ যদি হতো সবুজ,
আর কৃষ্ণচূড়া রা সাদা।
নদী যদি হেরে যেতো ঝর্ণার কাছে,
আর ঝর্ণা কে যদি,
হারিয়ে দিতো বৃষ্টির ফোটা।
আকাশে যদি ভাসতো পালতোলা নৌকা ,
আর উত্তাল সাগরে,
সাদা মেঘের ভেলা।
জোনাকির আলো যদি,
ম্লান করে দিতো সূর্য শিখা।
স্বপ্নেরা যদি সত্যি হতো,
মুছে দিতে পারতো অতীতের বক্র রেখা ।
তবে বুঝি,
ইচ্ছে আমার পূরণ হতো,
ছুঁয়ে দেখা হতো ভালোবাসা।
============================================