============================


একটাই আকাশ
যেখানেই থাকি
হয়তো চেয়ে আছি
দেখছি একই নীল, তারকা পুঞ্জ, নীহারিকা
একই সাথে।
হয়তো, যোজন যোজন দূরত্ব মাঝে
কথা নেই, দেখা নেই
তাতে কি?
এই তো আছি একই আকাশের নিচে।


কথা ছিল কোজাগরী রাতে
দুজন একসাথে
চুইয়ে পড়া জোছনা বাঁধবো আঁচলে
তারা গুনবো আকাশে
ছুঁয়ে থাকবো চিরদিন, পাশাপাশি একসাথে।


কথা রা আজও আছে
কোজাগরী রাতও ফিরে আসে বারে বারে,
তুমিও আছো
এই, একই আকাশের নিচে।
হয়তো, অন্য আলোতে, অন্য স্পর্শে
তবুও তো আছো
কোথাও না কোথাও
স্পর্শে না থাকো
আছো স্মৃতিতে, ভাবনায়, কবিতায়, জোছনায়
একই আকাশের নিচে।
======================================