==========================


অতি প্রিয়জন,
অতি আপনার আপন,
হারানোর ব্যথা,
জমে থাকে বুকে, পাথর হয়ে
একে একে,
কিছুতেই হয় না ফিকে।
থামে না অঝোর অশ্রুর ধারা,
বোবা কান্না,
অহর্নিশি ডুকরে মরে।
সময়ের  প্রয়োজনে,
নীরবে, নিভৃতে, অগোচরে
মিথ্যে অভিনয়ে জীবনের চাকা,
ছুটে চলে চক্র পথে।


স্মৃতির পাতা,
ধূলি ধূসর আস্তরণ তলে,
থাকে চকচকে, আনকোরা
একা হতেই ঝাঁপিয়ে পড়ে,
থমকে থমকে উথলে উঠে,
অদম্য কান্নার স্রোত,
অশ্রুর নদী মিশে যায় সাগরে।
জীবন তবু ছুটে চলে,
অশ্রুরা শুকিয়ে যায়,
স্মৃতিরা জেগে থাকে,
ফিরে আসে বারে বারে।


==================