==========================


যদি কোনো ভাবে জানা যেতো,
আর কটা দিন আছে বাকি।
দুচোখ ভরে দেখে নিতাম তবে,
মায়ায় ভরা সুন্দর এ পৃথিবী।
এ আলো, এ বাতাস
এই নদ- নদী,
প্লাবিত জোছনার স্নানে, আকাশের রং তুলি
সাদা কালো মানস পটে, শুধু রঙিন ছবি।


যদি জানতাম,
নিঃশ্বাস নিতাম বুক ভরে,
বার বার, অসংখ্য বার
মাটির সোঁদা গন্ধে,
দিগন্ত ছোঁয়া, সবুজের ছায়া
রেখে দিতাম শরীরে জড়িয়ে।


যদি জানতাম,
প্রতিদিন সকালে হেঁটে যেতাম খালি পায়ে,
শিশিরে, শিশিরে,  প্রাণের স্পর্শে
মনে হতো বার বার,
এ পৃথিবীতে বেঁচে থাকাটাই,
বিধাতার সর্ব শ্রেষ্ঠ উপহার।


যদি জানতাম,
স্বত্ব ত্যাগে মুক্তি দিতাম,
খ্যাতি, ঐশ্বর্য, যত সম্মান
লোভ, লালসা, হিংসা, রাগ
আর সকল অভিমান।
শুধু
মায়ার বন্ধনে জড়িয়ে রাখতাম,
সকল আপন প্রাণ।
বড্ড সে মায়া,
এতো ভালোবাসা, এতো উচাটন
পৃথিবীর, মানুষের,
ছেড়ে যেতে হবে, তবু
মানে না যে মন।


যদি জানতাম,
কোনভাবে,
জানতে চাইতাম না কিছুতেই,
কি বা প্রয়োজন,
সময় হবে যখন ,
হবেই তো শান্ত সমর্পণ।
=================================