==================


জয় বাংলা
আগ্নেয়গিরির জ্বালামুখের উদ্গীরিত লাভা।
জয় বাংলা
নিষ্পেষিত জনতার প্রতিবাদের ভাষা।
জয় বাংলা
লাখো শহীদের রক্তস্নাত স্বাধীনতা।
জয় বাংলা
মুক্ত আকাশের লাল সবুজের পতাকা।
জয় বাংলা
হার না মানা বাঙালির বজ্র কণ্ঠ সদম্ভ ঘোষণা।  


জয় বাংলা
একটি ইতিহাস, একটি পরিচয়, একটি জাগরণ
একটি অগ্নিগর্ভ শ্লোগান।
বায়ান্নর ভাষা আন্দোলন, ছয় দফার জাগরণ
সত্তরের নির্বাচন, মার্চের অগ্নিঝড়া ভাষণ
একাত্তরের মুক্তিযুদ্ধের প্রাণের স্পন্দন।


বন্দুকের ক্ষুধার্ত নলের সম্মুখে
নিরস্ত্র জনতার ভয়ডরহীন চিৎকার
জয় বাংলা।
কাস্তে ছেড়ে গাদা বন্দুক আঁকড়ে কৃষকের হুংকার  
জয় বাংলা।
ধর্ষিত, রক্তাক্ত, ছিন্ন বসন বীরঙ্গনার অঙ্গীকার  
জয় বাংলা।
ছেলের লাশ কাঁধে অশ্রুসজল বাবার অহংকার  
জয় বাংলা।


'জয় বাংলা' সাধারণ কোনো শব্দ নয়।
'জয় বাংলা' একা কারো নয়।
'জয় বাংলা' আবাল বৃদ্ধ বণিতার।
'জয় বাংলা' এ বাংলার।
জয় বাংলা।

======================================