=============================


একটি কবিতা লিখার জন্য অপেক্ষা করি,
এমন একটি কবিতা,
যার ছত্রে ছত্রে লুকিয়ে থাকে উথাল পাথাল ঢেউ,
মাটির সোঁদা গন্ধ,
কান পাতলেই যার শোনা যায়,
বেহুলা নদীর কল কল ধ্বনি,
আর ঝর্ণার চপলা নৃত্য।

একটি কবিতা লিখার জন্য অপেক্ষা করি,
যে কবিতায় মিশে থাকে কৃষকের ঘাম,
কৃষাণীর নিঃশর্ত ভালোবাসা,
দামাল ছেলের উদ্দাম দেশপ্রেম,
মায়ের কান্না আর
লাল সবুজের পতাকা।
যার ছন্দে ছত্রে মিশে থাকে স্বপ্ন,
থাকে ভালোবাসা, স্নিগ্ধতা, নির্ভরতা
আর মুক্তির পরম বারতা।


একটি কবিতা,
ভয়-ডর হীন স্বতন্ত্র এক সত্ত্বা।
ক্ষুরধার শব্দের অব্যর্থ নিশানা।
প্রতিবাদী শব্দকুঞ্জের বিস্ফারিত লাভা স্রোতে,
প্রজ্বলিত ক্ষোভের প্রখর আভা।
একটি কবিতা,
প্রতিটি ছন্দ ছুঁয়ে যার নিবিড় মমতা,
মায়ার বাহুডোর দিগন্ত ছোঁয়া,
উন্মুক্ত আকাশ, সবুজ মাঠ, শান্ত নদী
যার সাথে মিশে থাকে ঘাস, শিশির
ধুলো আর মাটি।


তেমন একটি কবিতা লিখার জন্য
আমি অপেক্ষা করে আছি,
তেমন একটি কবিতা লিখার জন্য
আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করতে পারি।


=============================================