=================


এ আমার দেশ, এ আমার মাটি
ছোপ ছোপ সবুজ, অসংখ্য নদ নদী
একলা তাল গাছ, অবারিত মাঠ
দিগন্ত ছুঁয়ে সর্ষে ফুলের ছড়াছড়ি
সোনালী ধানের ছড়া, মুঠোমুঠো সোনা
অশ্বত্থের শান্ত ছায়ায় রাখালের বাঁশি।
ফুলে ফুলে মৌমাছি, খুঁজে ফিরে মধু
একলা পথে লাজ রাঙ্গা বঁধু
আঁচলে ঢাকা স্মিত হাসি।
দামাল ছেলেদের কাদায় মাখামাখি,
অঝোর বৃষ্টি ঝড় ঝড়
দল ছুট পাখি মর মর
অবেলায় সরব সুরেলা প্রহরী।
এক টাকার মেলা,কখন কেটে যায় বেলা
বিবাগী বাউলের একতারা
ঝুমুর, গম্ভীরা, জারি, সারি,পাঁচালি, কীর্তন, মুর্শিদী
মেঠো পথে, নূপুর পায়ে, নির্ভয়ে
বেণী দুলিয়ে হেঁটে যায় চঞ্চলা কিশোরী।


এই তো আমার দেশ,
মোল্লা, পুরোহিত, পাদ্রী, ভিক্ষু, গুরু
মাঝিমাল্লা, কৃষক, কাঠুরের অবাক বাংলাদেশ।


==============================