==================


অলিখিত চিঠির অতৃপ্ত শব্দগুলো
মাথার ভিতর জেগে থাকে সারারাত।
জঠরের গভীরে বেদনার প্রপাত,
রক্তলাল নির্ঘুম চোখ, অস্থির ছটফট
অক্লান্ত খুঁজে ফিরে প্রকাশের পথ
রাতের পর রাত, সহস্র রাত
উদ্ভ্রান্ত, এলোমেলো, রিক্ত, পরিত্যক্ত
প্রতিটি শব্দ
কত ব্যথা, কত কষ্ট, কত অশ্রু, কত আনন্দ।  
বুকে জমাট বাঁধা হাহাকার
নপুংসক তৃষ্ণার সুতীক্ষ্ণ চিৎকার
বিবর্ণ, ধূসর, অনুভূতিহীন নির্লিপ্ত


শত সহস্র নতুন শব্দ মালা
রঙে রঙে রাঙিয়ে তোলে বেলা
কত অজস্র চিঠি লিখা হয়
অস্পৃশ্য শব্দগুলো তবু অনন্ত অপেক্ষায়।


অদ্ভুত এ জীবনের সমীকরণ
অতৃপ্ত শব্দগুলো কোথাও না থেকেও
থেকে যায় আজীবন।


===================