=========


আষ্টেপৃষ্ঠে ভালোবাসায় জড়িয়ে ছিলে যখন
বুঝিনি,
তোমাকে ছাড়া জীবন কেমন।
ভেবেছি,
জীবনের এই নন্দ কানন
যেমন আছে, তেমনি থাকবে,
আজীবন।
অথচ, তুমি চলে যাবার পর
থেমে গেলো জীবনের সব স্পন্দন
মুছে গেলো বাহারি রং,
কেটে গেলো ধ্রুপদী সুর
ঝলমলে আলোকসজ্জা, চঞ্চলা নিক্কন
রয়ে গেলো শুধু
বেদনার গভীর ক্ষত
অশ্রু অনবরত,
হাজার বছরের সঞ্চিত ক্রন্দন।


এখন বুঝি,
হারিয়ে যাবার পর
অনাদৃত, অনায়াস ভালোবাসা
হয়ে উঠে অমর।  


========================