===========================
ছন্দের উপর ছন্দ সাজাই
কবিতার উপর কবিতা
কাগজের উপর কাগজ স্তূপীকৃত হয়
স্তব্ধ পাহাড় হতে বিস্তৃত সমুদ্র
নিঃসঙ্গ আকাশ হতে উদ্ভাসিত চন্দ্র
কৃষ্ণ কালো অমাবস্যা, শুভ্র জোস্না
এক পলক হাওয়া,
কত তুলনা।
তবু কোথাও, মনের অগোচরে, অজান্তে
কখনো তোমার নাম লিখা হয় না
কোথাও না।
বলা হয় না মুখ ফুটে
যে নাম মিশে আছে নিঃশ্বাসে
হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে
প্রতিটি কোষে, অণুতে, পরমাণুতে
পুষ্পরেণুর চঞ্চল নূপুরের শিঞ্জনে  
যে ছুঁটে বেড়ায় ছন্দে, কবিতায়, চিন্তা, চেতনায়
চোখে, স্বপ্নে, আলোয়, ধুপছায়ায়।
অনাড়ম্বর আয়োজনে
যে নাম খোদিত মনের নরম দেয়ালে
সে নাম লিখার কি বা প্রয়োজন
সে নামই যখন বেঁচে থাকা,
সে নামই যখন জীবন।
==============