====================================
মনের জানালায় উঁকি দেয়া মুখ তার অতি চেনা
ছায়া ছায়া, কখনো চিনি নি তারে
কথা বলি নি
কি বলেছে সে, শুনি নি
কবিতার ছন্দে তারে বেঁধেছি ভিন্ন সুরে
বারে বারে
নিংড়ে দিয়েছি সকল তুলনা
অতি চেনা মুখ সে
দাঁড়িয়ে ছিল জানালার পাশে, একা  
ফিরে তাকানোর সময় ছিল না
যখন ফিরে তাকালাম
তখন সে ছিল না
আমি তখন একা
ভীষণ একা


======================================