===============================


একটি কোকিল ডাকা বসন্তের জন্য,
তীর্থের কাকের মতো পথ চেয়ে বসে আছি |
নিথর, নিস্তব্ধ, একাগ্র, অনন্ত |
প্রতিশ্রুতি হীন এ অপেক্ষা আমার একান্ত|
অপেক্ষার প্রহরে, একে  একে,
কতটা সময় পেরিয়ে গেলো,
কতবার গ্রীষ্ম এলো,
প্রচণ্ড খরতাপে শুকিয়ে বিবর্ণ হলো
হৃদয়ের স্পন্দনে রচিত পাণ্ডুলিপি |
তারপর, কতবার,
বর্ষার বর্ষণে পাপ মুক্ত হলো পৃথিবী |
কতবার, শরৎ, হেমন্তের চিঠি দিয়ে গেলো |
শীত এসে কতবার মনে করিয়ে গেলো,
পুরাতন পোশাকে আর নয়,
ক্ষয়ে যাওয়া স্মৃতির তীব্র যন্ত্রনা, আর
যবনিকা হীন একাকীত্বের দিন ফুরিয়েছে,
আসছে বসন্ত |
অভিবাদনে নত হও |
বাজাও বাঁশি,
বাজাও সানাই, সেতার, এসরাজ, পাখোয়াজ, সারেঙ্গি |
সুরের লহরে রংধনু পেখমে নাচুক ময়ূরী |
ডেকে আনো গাতক, বাউল, স্বভাব কবি ,নৃত্য পটীয়সী,
ডেকে আনো ঢুলী|
সাজাও মনের মতো, পথ রথ যত ,
শিউলি, কান্তা ,কামিনী, রক্ত করবি |
অপেক্ষা করো |


সেই থেকে আমি অপেক্ষায় আছি|
হাত করজোড়ে,
আলতা রঙের কৃষ্ণচূড়ার তোড়া হাতে,
পথ চেয়ে আছি |
শীত  চলে গেলো,
গ্রীষ্ম এলো, বর্ষা কাঁদলো ,
আবার শীত এলো ,
চলেও গেলো |
কিন্তু সেই বসন্ত আর এলো না |
সেই অভিমানী বসন্ত আর আসেনি |


==============================================