=================================


চেয়ে দেখো এখনো প্রাণ আছে।
হাতের স্পর্শে টের পাবে,
ধমনীতে ছুঁটে চলছে অবিরাম রক্তের স্রোত,
হৃৎপিণ্ড টি ধুঁক ধুঁক করে চলছে,
উষ্ণতা ছড়িয়ে পড়েছে পুরো শরীরে,
প্রদীপ্ত আভা চোখে,
প্রাণ আছে।
চেয়ে দেখো এখনও অনেক স্বপ্ন,
কি অদ্ভুত?
স্বপ্নেরা ঘুরে বেড়ায় মুক্ত আকাশে,
আকাশে অনেক মেঘ রাশি,
মেঘের আড়ালে কষ্টের বৃষ্টি ছুঁয়ে যায় মাটি,
মাটি ছুঁয়ে নদী, নদী উপগত সাগরে,
সাগরের ঢেউ অপেক্ষা করে সমুদ্রতটে,
এখনো প্রাণ আছে।
প্রাণ থাকলেই ভালোবাসা আছে,
ভালোবাসা থাকলেই তুমি আছো,
তুমি থাকলেই সব আছে।


=================================