==========================


দেবো নব স্ফুটিত কলি শিউলির,
দেবো কুমারী ললিত টিপ্ ঊষসীর।
দেবো মায়া চোখ চঞ্চলা হরিণী,
কৌমুদী প্রাঞ্জল সুধা নয়নের,
আদ্র শিখরে অতি উজ্জ্বল কিরীট মাধুরী।
দেবো বকুল মালা,
যুথিকার শুচিতা, কেয়ার ঢালা
বহু ক্রোশ ক্লান্ত ভ্রমণে,
গ্রাম্য মেলার দু’টাকার রেশমি চুরি।
দেবো বৌ কথা কও,
প্রেয়সী দোয়েল, বিরহী ডাহুক,
মোহিত কথক ময়নার মাতাল চোখ।
দেবো শান্ত কপোত সাতরঙা ময়ূর,
বালিকার শপথ।
দেবো টিপ্ টিউলিপ,
দেবো স্পর্শ চেরির,
দেবো সিংহাসন বসুধা সম্রাজ্ঞীর,
দেবো অতি প্রাকৃত,
কিরীট ধন্য শোভিত কোহিনুর,
নত অভিবাদন সমুজ্জ্বল পৃথ্বীর।
দেবো সকালের রাগে প্রভাত সংগীতে,
আলোর প্লাবনে ধান শীষ শীর্ষে উদ্দাম শিশির।
দেবো অলোক গহনে, সমুদ্র সিঞ্জনে,
আহরিত মুক্তো মানিক,
পান্না, রাজপট্ট, নীলা কিংবা পাখরাজের দ্যুতি।
সাত সমুদ্দুর তেরো নদী পার,
সাহারা ভয়ংকরী।
দেবো সিন্ধুর টিপ্,
শুভ্র হিমালয়, নিঝুম দ্বীপ,
দেবো চঞ্চল পাহাড়ি ঝর্ণা,
বহু জনপদ নিঃসংকোচ বিলিয়ে প্রসাদের ঢালা,
শান্ত বয়ে চলা নিরবধি।
দেবো ভুত ভবিষ্যত, রুপালি রাত্রি
অনন্ত নক্ষত্রের পথ।
নিঃসংকোচে সমর্পিবো সব,  
নিঃশর্তে বিলিয়ে দেব আছে যত,
প্রতিদানে চাই না কিছু,
শুধু
যদি তুমি পাশে থাকো।


======================