==================


দেখা যখন হলোই
একটু না হয় কথা হোক।
চোখে, মুখে, ঠোঁটে
কথার ফাঁকে ফাঁকে
বিবর্ণ ভালোবাসারা একটু হাসুক।
জমে থাকা বরফের পাহাড়
ফোঁটায় ফোঁটায় গলুক।
নোনা জলের কালো মেঘ
টপটপ করে পড়ুক।
শান্ত হোক খরস্রোতা নদী
ফুটুক যত না ফোটা কলি
আসুক ফাগুন
লাগুক আগুন
বিনি সুতোর মালায় আবার বাধা পড়ুক
জীবনের সাত কাহন।


দেখা যখন হলোই
জীবনটা না হয় আবার
নতুন করে শুরু হোক।


=========================