=======================


পিতা, তোমার মৃত্যু হয়নি।
পিতা, তোমাকে ওরা মারতে পারেনি।
আগরতলা ষড়যন্ত্র মামলা তোমাকে দমাতে পারেনি।
গণ আন্দোলনের রক্তাক্ত রাজপথে,
মৃত্যুভয় তোমাকে নিবৃত্ত করতে পারেনি।
জেনারেল ইয়াহিয়ার রক্ত রঞ্জিত হাত,
তোমাকে ছুঁতে সাহস করেনি।
শত শত ট্যাঙ্ক, মেশিনগান, বোমারু বিমান
বন্দুকের ক্ষুধার্ত  নল, কামানের গুলি
তোমার বজ্র কণ্ঠকে রুদ্ধ করতে পারেনি।
প্রিয় মানুষের ভালোবাসা, পিছুটান
কিছুই তোমাকে ধরে রাখতে পারেনি।  
দীর্ঘ নয় মাস,
নির্জন কারাবাস,
তোমার জন্য খোঁড়া কবর,
হিংস্র অট্টহাসিতে তোমাকে উপহাস করেছে,
ভয় দেখতে পারেনি।
দমাতে পারেনি।
অটল, অকুণ্ঠ, অদম্য
তুমি ছিলে মৃত্যুঞ্জয়ী।


তুমি প্রধানমন্ত্রীত্ব চাওনি,
তুমি মুক্তি চাওনি,
শুধু চেয়েছো,
একটা লাল সবুজ পতাকা।
মুক্ত আকাশে, মুক্ত বাতাসে
পোত্ পোত্ করে উড়বে, স্বাধীনতা।
তাইতো,
মৃত্যুও তোমাকে ছিনিয়ে নিতে পারেনি,
পারবেও না কখনো।
তোমার বজ্র কণ্ঠ, তোমার রক্ত,  তুমি
মিশে আছো এখনো,
এ লাল সবুজ পতাকায়।
থাকবে অনন্ত কাল,
অনন্ত ভালোবাসায়,
এই বাংলায়।


===============================

  
( জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি )