=====================


তুমি ছুঁয়ে দিলেই,
নিশ্চুপ পৃথিবীটা কেমন চঞ্চল হয়ে উঠে।
নিকষ কালো অন্ধকারে,
হেসে উঠে এক ফালি চাঁদ।
জোছনার নরম আলোয়,
কবিতার ছন্দ গুলো,
ছড়িয়ে পরে এলোমেলো।
ভরে উঠে সাদা কাগজ,
পূর্ণ হয় অপূর্ণ সময়ের স্বাদ।


তুমি হাসলেই,
হঠাৎ তীব্র আলোর ঝলকানিতে,
ভেসে যায় আমার ম্রিয়মাণ সময়।
বেঁচে থাকার আনন্দে,
কাগজের ফুল সৌরভ ছড়ায়।
তোমাকে দেখলেই,
বিপুলা এ পৃথিবীতে,
জন্ম নেয়ার ঋণ শোধ হয়।
কিছুই যেন আর দেখার নেই,
করার নেই,
শুধু অন্তহীন পথচলা,
অনেক দূর অজানায়।
তুমি কাছে ডাকলেই,
নিতান্ত অর্থহীন হয়ে উঠে,
সব সম্পর্ক, প্রয়োজন, সময়
ভেঙ্গেচুড়ে স্বত্ব নিবেদিত হই,
আবেগী প্রেমময় প্রত্যাশায়।


তুমি চাইলেই ,
হয়ে উঠি নীল সমুদ্র,
সহস্র ঊর্মি ফেনীত রুদ্র,
উপগত হই সমুদ্রতটে,
তোমার বাহুডোরে।
তোমাতেই খুঁজে ফিরি তোমাকে,
খুঁজে ফিরি ঠিকানা, অস্তিত্ব
তোমাতেই যে সব,
তোমার স্পন্দনেই নিত্য স্পন্দিত।


=====================================