=========================


এই মহামারী একদিন শেষ হবে।
এই মৃত্যুর মিছিল একদিন থেমে যাবে।
এই হাহাকার, যন্ত্রনা, বেদনা, কান্না
একদিন অতীত হবে।
এই হাসপাতালের বেডগুলো একদিন
ফাঁকা পরে থাকবে।
এই কবরস্থান, এই শ্মশান একদিন
নিস্তব্ধ নীরবতায় খা খা করবে।
এই কালরাত্রি একদিন প্রখর সূর্যের কাছে
করজোড়ে প্রাণ ভিক্ষা চাইবে।
একদিন ভোর হবে।
নির্মল, শুভ্র, বিশুদ্ধ, ভোর।


সেদিন আমরা সকলে একসাথে
ভাববো তোমাদের কথা।
তোমরা যারা ছিলে  ভালোবাসায়, শ্রদ্ধায়
এখন আছো ভাবনায় , চেতনায় , স্মৃতিতে
থাকবে চিরদিন, একসাথে।


======================  


(কবিতাটি পোস্ট করার ঠিক ৩০ মিনিট জানতে পারি আমার একজন নিকটাত্মীয় চলে গেছেন না ফেরার দেশে.. কবিতাটি যেন জীবন্ত হয়ে উঠলো .... কেন লিখলাম এমন কবিতা .... বুঝলাম অনুভূতি নিয়ে কবিতা লিখা আর সত্যিকার অনুভূতি এক নয়)