=======================


আমি তোমার বন্ধু হতে পারি,
থাকতে পারি একসাথে
সুখে দুঃখে, পাশাপাশি
প্রত্যাশাহীন নিবিড় বন্ধনে জড়িয়ে দুজনে
কাটিয়ে দিতে পারি অযুত নক্ষত্রের নীরব রাত্রি।


আমি তোমার আজন্ম সাথী হতে পারি,
নিঃসংকোচে বিলিয়ে নিজেকে
উপহাসে অবহেলায় হাসিমুখে
উপেক্ষা করতে পারি,
জীবনের চড়াই, উৎরাই, গিরিখাদ আর খরস্রোতা নদী।
কিংবা অনায়াসে হতে পারি তোমার
নিত্য সহচর, সহপাঠী, ভৃত্য, সেবক, সন্ন্যাসী ।
এমনকি তুমি চাইলে,
তোমার শত্রু হতেও রাজি।


কিন্তু কিছুতেই,
আমি তোমাকে ভালোবাসার বন্ধনে জড়াবো না।
ভালোবাসবো না।
ভালবাসলেই, ভালোবাসারা কেমন বিবর্ণ হয়ে যায়।
ভালোবাসার উজ্জ্বল আকাশ ঢেকে যায়
ঘন কালো অন্ধকার অমাবস্যায়।  
চাওয়া, পাওয়া,প্রতীক্ষা, দুঃখ, বিরহ, বেদনা
ছটফট তৃষ্ণায় প্রানান্ত ছুঁটে বেড়ায়।
ভালোবাসাই যেনো,
ভালোবাসার অমোঘ মৃত্যু পরোয়ানা।
আর তাই,
আমি  তোমাকে কিছুতেই ভালোবাসবো না।
কিছুতেই না।


আমার ভালোবাসারা থাকুক মুক্ত
মুক্ত আকাশে, মুক্ত বিহঙ্গের রঙিন ডানা।  
সেই ভালোবাসার ভীষণ নীল আকাশে
তুমি থাকো,
চিরন্তন, চির ভাস্বর এক ধ্রুবতারা।


==========================================