=================


আজ হয়েছে কি আমার,
কালো অন্ধকারে এতো আলোর সম্ভার।
যেখানেই ফেলি চোখ, হাসে আনন্দ
কলম টানতেই ভিড় করে শত ছন্দ,
কত কবিতা লিখা হবে আজ।
পৃথিবী জুড়ে সাজ সাজ
জবা, জিনিয়া, জুঁই, টগর, কামিনী
শঙ্খ, সিংগা, সানাই, ডমরু, সারেঙ্গী
রং ছিটাছিটি
উচ্ছ্বাসে মত্ত এ আনন্দ লহরী।
শুনি স্পষ্ট এক পদধ্বনি
আকাশে বাতাসে পাতালে, সেই অণুরণি।
তবে কি এলো সেই  মাহেন্দ্র ক্ষণ,
অপেক্ষায় দ্বিধায় এলোমেলো মন
নত অভিবাদন,
আজই তবে শুনবো,পরম সে বচন  
ভালোবাসি,
ভালোবেসে যাবো, জীবন জীবন।


==========================