==================


আমি তোমাকে ভালোবাসতে চাই নি,
ভালোবাসতেই সবকিছু কেমন যেন ফিকে হয়ে যায় |
রাস্তায় ঠায় দাঁড়িয়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
মোটা পর্দার আড়ালে,
তোমার অস্পষ্ট ছায়া দেখার শিহরণ যদি কমে যায় |
গলি র মোড়ে কিংবা স্কুলের সামনে ,
বেহায়া র মতো তোমাকে এক নজর দেখার,
অদম্য ইচ্ছে তে যদি ভাটা পরে |
তোমাকে নিয়ে কবিতা লিখতে গিয়ে
যদি ছন্দ খুঁজে না পাই |
কিংবা
তোমাকে চমকে দেয়ার অসম্ভব ইচ্ছে থেকে,
নীল পদ্ম খুঁজে আনার সাহসী অভিযান যদি অনর্থক মনে হয় |


তাইতো ভালোবাসতে চাই নি,
শুধু পাশে থাকতে চেয়েছি |
রেললাইনের মতো যতদূর চোখ যায়, পাশাপাশি,
কথা বলতে চেয়েছি
সাগর যেমন সৈকতে র সাথে অনর্গল কথা বলে
ছুঁয়ে  থাকতে চেয়েছি
নদী যেমন পাড় ছুঁয়ে  বয়ে যায়,
যতদূর চোখ যায়, শেষ পর্যন্ত |
তোমাকে  ধরে রাখতে চাইনি,
অবলম্বন হতে চাইনি,
শুধু পাশে থাকতে চেয়েছি,
ভালোবাসতে যে বড্ড ভয় |
অধিকার আর প্রয়োজনে র চাপে,
যদি ভালোবাসা পালায় |
ভালোবাসলেই যদি দরজায় ,
সন্দেহ এসে কড়া নাড়ে |
পাওয়া না পাওয়ার হিসেবে নিকেশ,
যদি হালখাতা খোলে |
জীবনের প্রতিটি অনুক্ষণ যদি,
অধিকার প্রতিষ্ঠার সর্বনাশী  উন্মাদনায় মত্ত হয় |


তাই ভালোবাসতে চাইনি ,
বলতে চাইনি,
এমন করে কেউ কক্ষনো আর কাউকে ভালোবাসে নি |


=====================================