অমর একুশ
ভাষার মানুষ
মাতৃভাষায় হুশ।
অমর একুশ
ধার্মিক মানুষ
মাতৃভাষার যশ।
অমর একুশ
আশায় মানুষ
সাংস্কৃতিক বেশ।
অমর একুশ
ধন্য মানুষ
মাতৃস্নেহ’এর রেশ।
অমর একুশ
বাংলার মানুষ
ভাষা-সভ্যতার উন্মেষ।
অমর একুশ
বিশ্ব-মানুষ
মাতৃভাষার দেশ।
০৫/০৩/২০২৩