আজ বাইশে শ্রাবণ,
মেঘ-কালো আকাশ,
অঝোরে ঝরে পড়ছে জলের ধারা ।
গুমড়ে ওঠে মনের অজান্তে সেই সুর.....
“শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে.....” ।
গুরুদেব তুমি কোথায় ? কোথায় তুমি ?
“তোমারই সুখটি আমার মুখের পরে
.... বুকের পরে.......’’।
কবি এসো - একটিবার তুমি এসো ।
শয়নে-স্বপনে জীবনের প্রতিটি ছন্দে শুধু তুমি,
----- ওগো কবিগুরু, তুমি যে -------
.....”বরিষ ধরার মাঝে শান্তির বারি .....”
“জীবন মরণের সীমানা ছাড়ায়ে
বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে....”,
মনের আকাশে 'তুমি যে সন্ধ্যার মেঘমালা',
তুমি যে রয়েছো নীরবে হৃদয়ে
তুমি যে পূর্ণিমার চন্দ্র-সম,
তুমি সকল প্রানের মুক্তি, আত্মার শান্তি ।
কবি তুমি আছো অস্তিত্বে, আছো অনুভবে,
সুরে-সুরে, কথা-মালায়,
স্মরণে আজ বাইশে শ্রাবণ ।।