জোৎস্না প্লাবনে স্নাত প্রকৃতি
আপ্লুত হয়ে পড়ে সোনাঝরা আবেগে
ভেসে যায় শ্রাবণ-সন্ধ্যা তারার মনোময়তায়
ভালবাসার স্নিগ্ধতা নিয়ে সুবাসের ছন্দবেগে  ।


মুগ্ধতার আবেশে ঢেউয়ে ঢেউয়ে
কল্লোলে বয়ে যায় একরাশ মধুরতা
সোনালী চাদরে মোড়া উচ্ছাস
মৃদু সমীরণে পায় প্রাণের উষ্ণতা ।


বেলি জুঁই বন-হাসনুহানারা গলাগলি করে
হাসির মর্মর ধ্বনিতে মুখরিত করে বনরাজি
ঝরা জোৎস্নার আবেগে  মাতানো উন্মাদনায়
সন্ধ্যা রাতের সন্ধিক্ষণে তারা বলে চলে কথার সাঁজি ।