শিশিরে ভেজা এক মুঠো শিউলির সুঘ্রাণে
মনের দরজায় উঁকি দেয়
চন্দনি খোলের পলাশ রঙা পাড়ের শাড়ির আঁচলে ঘোমটা টেনে
মাতৃমূর্তি স্নেহ ছায়ায় ভরানো এক নব কিশোরী,                              
নীলাকাশের কোল ঘেঁষে
সাদা তুলোর মেঘ বালিকার আনাগোনায়
দূর্বা ঘাসের সবুজে
ঢাকের কাঠি বেজে ওঠে উমা-আগমনী সুখে,  
মাঝি দাঁড় বেয়ে চলে উজানের তালে        
মৌমাছির সুরের মৌতালে কাশফুল দোলে  
সব দুঃখ ভুলিয়ে অশ্বিনী ধানের শীষে
সুখের বাতাস খেলে ।।