তোমরা আজও আছো  
নক্ষত্রের জ্যোতি ছড়িয়ে
শয়নে স্বপনে সারা বেলা
স্মৃতি হয়ে মন ভরিয়ে ।


আজও কাগজে কলমে প্রাত্যহিক জীবনে  
জানা অজানার উপকথার পিঞ্জরে
শিক্ষা সংস্কৃতি ঘেরা উপদেশ ধরা দেয়
বাদল ঝরা শ্রাবণ দিনের রূপকথার গুঞ্জরে,  
সুখ দুঃখের লতাপাতায় বিস্তৃত পৃথিবী-হৃদয়ে  
পেয়েছি অশেষ ঠাই বারে বারে
স্মৃতি মাখানো সিঁড়ি ধরে  
ডানা মেলে উড়ে চলেছি দেশান্তরে,
বর্তমান প্রবাহে বিব্রত মন
পৌঁছে যায় দুরের এক পঙ্কিল ময়দানে
নতুন করে আবার মোদের পথ দেখাও
ভাসাও তোমাদের ভালোবাসার প্লাবনে ।


তোমরা আজও আছো
নক্ষত্রের জ্যোতি ছড়িয়ে
শয়নে স্বপনে সারা বেলা
স্মৃতি হয়ে মন ভরিয়ে ।।  


        ******


( আজ শিক্ষক দিবস । সেই উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি )