সে ডেকেছিল আমায়
চুপি চুপি গিয়েছিলাম
কাঁটা পথ ভেদ করে
বুনো ফুলের গন্ধ গায়ে মেখে
অন্ধকারে জোনাকির পথ অনুসরণ করে,

ঘাস-নূপুরের ছন্দে
ঝর্নার কলতানে
বাতাসের স্নিগ্ধ মাধুরীতে
দূরে আকাশের শুকতারায়
অচেনা পাখির গানের করুণ সুরে,


আলেয়ার টানে ভেসে ভেসে  
খাদের কিনারে আমি
দু’বাহুর গভীর আলিঙ্গনে
একঝলক আঁধারি আলোয় দেখি
তুমি-আমি আর অনেক দূরে সে ।