আমার একলা আকাশ
মন খারাপ করা মেঘলা দুপুর
বকুলের গন্ধ মাখা পূবালী বাতাস
ঝরায় রিমঝিম-মুখর বাদল টাপুর টুপুর ।


মেঘের প্রলেপ সরায় রামধনুর সাতরঙা আঁচল
অনুভবে ধরা দেয় অপরূপ ভালোবাসার মুগ্ধতা
এক ঝলক রূপালী আবেশে কত কথার চলাচল
লাবন্যতায় পরিপূর্ণতা পায় জুঁই বেলির স্নিগ্ধতা ।


স্বপ্নভরা সুরভিতে আচ্ছন্ন গোধূলি রঙের রক্তিমতা
আলো আঁধারির শামিয়ানায় জাগে একফালি চাঁদের সানন্দ  
কালো পর্দা ভেদ করে প্রস্ফুটিত হয় অসংখ্য তারার মধুরতা
মুগ্ধ নয়ন খোঁজে অপার স্মৃতির আনন্দ ।


আমার একলা আকাশের অলিন্দে
উড়ে বেড়ায় দুঃখ সুখের আঁধারিতে ঘেরা ঝরা পাতা
কুয়াশা-মাখা রোদের খেলার অনিন্দে  
ভালোলাগা ভালোবাসা মন খারাপের পরিত্রাতা ।।