ঝনঝন খনখন বিকট আওয়াজে
চারিদিক যখন অশনি তোলপাড়
জানলা-দরজা বন্ধ করে জড়সড় হয়ে
বসে আছি, তখন শরীর প্রায় অসাড় ।


ঘরের দরজায় খটখট কড়া নাড়ে
সশব্দে উড়িয়ে দেয় সিঁড়ির ছাদের টিন
প্রাণের মধ্যে ধুকপুকানি বাড়ে
বাঁচার আশা হয়ে চলে ক্ষীণ ।


কৌতূহলে উঁকি মেরে দেখি
বাইরে হানা দিয়েছে এক দৈত্য-তুফান
কোনক্রমে জিজ্ঞাসা করায় আগন্তুক হুংকার ছেড়ে
বলে ওঠে-‘আমি নই ফণী, নই আয়লা, আমি আমফান’ ।


দানবের বেশে ঔদ্ধত্বের রেশে
ধ্বংসলীলায় রেখে যায় জনজীবনের দাম
যাবার সময় ফিসফিস করে বলে যায়
‘আমি নই বুলবুল, নই হুদহুদ, সকলে করবে আমায় সেলাম’ ।


            ***