পৃথিবী স্তব্ধ, অবগুণ্ঠিত জনজীবন
লকডাউনে রুদ্ধ সামাজিক বন্ধন,
সব কিছু হয়ে যায় এলোমেলো
কর্মহীনতার বেড়াজালে জনজীবনে বিদ্ধস্ততা এলো,
আনলক, সাবধানতা সতর্কতায় সর্বত্র আসে আবদ্ধতা
হাসি খেলা ভুলে শিশু হারায় সজীবতা,
বন্ধনের ঘেরাটোপে ফুলের সজীব মন
নরনারী পুড়ছে, জ্বলছে হতাশার আগুন,
গগনচুম্বী দ্রব্যমূল্যে সবার হাহাকার
মানবিকতা হারায় মৃত্যু মিছিলে, আসে বিকার ।
বিবেকের দংশনে আশায় কাটে প্রহর
ভাসবে আলোয় গ্রাম থেকে শহর,
ধীরে ধীরে হাসবে পৃথিবী, কাটিয়ে সম্পূর্ণ আঁধার
জ্বলবে আলোর অপরূপ শিখা, আসবে সময় জীবন বাঁধার,
চাষি চাষ করবে মনের আনন্দে, ঘাটতি থাকবে না খাদ্য-ভাণ্ডার
স্তব্ধ হবে মৃত্যু-মিছিল, থাকবে না আর কোন হাহাকার,
মানবিকতায় পূর্ণ হবে মানব হৃদয়,
সারা বিশ্ব হবে মানব-প্রেমে সদয় ।।