বাংলা আমার মা
বাংলা আমার ভাষা
মনে-প্রাণে জড়িয়ে আছে
আমার গরব আমার আশা,


আকাশ বাতাস আনন্দে ভরে
বাংলা মায়ের সারি সারি সবুজ ধানে  
ফিঙে কোকিল চড়ুই শালিক নাচে
প্রকৃতির কোলে সোহাগের ঐক্যতানে,


পদ্ম শালুক বেলি জুঁই
গন্ধে সুবাসে ভরায় বাংলা মন
পলাশ শিমুল বড়ই রাঙা
অন্তরে-অন্তরে জাগায় স্নিগ্ধ বন্ধন,  


মায়ের দোদুল ভালোবাসা
বয়ে চলে নদীর স্রোতের টানে
দাঁড় টেনে মাঝি তাইতো চলে
বাংলা গানের কলতানে,


সন্তান স্নেহ পেয়েছি মাগো
প্রথম ফোঁটা বাংলা বোলে
তোমায় বাঁচাতে অমর শহীদ হয়েছে যারা
প্রনমি তাঁদের মায়ের চোখের জলে ।।