জন্মেছি মা তোমার কোলে
প্রথম ‘মা’ বুলি ফোঁটে তোমারই বোলে,
রক্ত দিয়ে বাঁচাবো মোরা তোমার মধুর তান
কখনো ভুলবো না মোরা তোমার ভাষা-ঐতিহ্যের মান ।


সুখে দুখে মা জুড়ায় প্রাণ
সুর তুলে গেয়ে তোমারই গান
তোমার আকাশ তোমার বাতাস তোমার জলে
প্রতিনিয়ত ছলছল করে পদ্ম শালুক ভেসে চলে ।


অপরূপ রূপের যাদুতে তুমি শক্তি
তোমায় দেখে প্রাণ বলে তুমিই মুক্তি  
ওগো বাংলা মা বাংলা ভাষা তুমি জগৎ-জননী
সর্বদাই তুমি মোদের কাছে লাবণ্যময়ী-মাতৃরূপিণী ।।
           ***
( আজ ১৯শে মে । শিলচর, আসামে সংঘটিত আর এক ভাষা আন্দোলনের দিন । সেই উপলক্ষ্যে আমার শ্রদ্ধার্ঘ )